ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

লিচেনস্টেইনকে উড়িয়ে দিল ইতালি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১২ জুন ২০১৭ , ১২:০৬ পিএম


loading/img

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে লিচেনস্টেইনকে উড়িয়ে দিল ইতালি। দলটিকে ৫-০ ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ইতালি। তবে প্রথমদিকে বারবার আক্রমণ করেও গোল বঞ্চিত থাকে ২০০৬ চ্যাম্পিয়নরা। প্রথম গোল পেতে তাদের সময় লাগে ৩৫ মিনিট। এসময় দলকে লিড এনে দেন লরেঞ্জো ইনসিগনে। ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় ইতালিয়ানরা।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আক্রমণের ধার দ্বিগুণ বাড়ায় ইতালি। তাদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে লিচেনস্টেইন। ৫২ মিনিটে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন বেলোত্তি। ৭৪ মিনিটে ব্যবধান আরো এক বাড়ান এডার। ৮৩ মিনিটে ফেডেরিকো গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় পাওলো মালদিনির দেশ। আর শেষ বাঁশি বাজার আগে গাব্বিয়াদিনি গোল করলে জয়োল্লাসে মাতে ইতালিয়ানরা।

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এটি ইতালির টানা চতুর্থ জয়।

দিনের অপর ম্যাচে মেসিডোনিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ১৫ মিনিটে ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় ফরাসিরা। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিয়েগো কস্তা। ৬৬ মিনিটে মেসিডোনিয়ার পক্ষে রিস্তোভস্কি ১ গোল শোধ করলেও হার এড়াতে পারেনি তারা।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |